ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

ইসরায়েলি হামলায় সিরিয়ার ৩ সেনা কর্মকর্তা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ১৫ আগস্ট ২০২২

সিরিয়ায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় সিরিয়ার তিন সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে এবং তিনজন আহত হয়েছেন। রোববার (১৪ আগস্ট)  রাত ৮টা ৫০ মিনিটের দিকে পৃথকস্থানে একাধিক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, আগ্রাসনের ফলে তিন সৈন্য নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। সেনা নিহত ছাড়াও হামলায় বস্তুগত কিছু ক্ষতি হয়েছে বলেও জানা গেছে প্রতিবেদনে।

সানা আরও জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের কয়েকটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করে।

হামলা সম্পর্কে গণমাধ্যম সূত্রে জানা যায়, দামাস্কাসে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ পূর্বদিক থেকে হামলা করা হয়। অন্যদিকে তারতুসে হামলা করা হয় ভূমধ্যসাগর এলাকা থেকে।

জানা যায়, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে, ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

সম্প্রতি ইসরায়েলের হামলাগুলোর লক্ষ্যবস্তু হতে দেখা গেছে সিরিয়ার রাজধানী দামেস্কের আশেপাশের গ্রামাঞ্চল এবং উপকূলীয় তারতুস প্রদেশের দক্ষিণ অঞ্চল। সূত্র- আরব নিউজ 

আরএমএ/এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি