ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেলুচিস্তানে হামলায় পাকিস্তানের দুই সেনা নিহত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ১৫ আগস্ট ২০২২ | আপডেট: ১২:৫২, ১৫ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

পাকিস্তানের বেলুচিস্তানে অস্ত্রধারীদের হামলায় দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

রোববার (১৪ আগস্ট) বেলুচিস্তানের হারনাই শহরে এই ঘটনা ঘটে।

এক বিবৃতিতে পাকিস্তানের আইএসপিআর বলেছে, ‘সন্ত্রাসীরা’ বেলুচিস্তানের হারনাইয়ের খোস্ত এলাকার একটি তল্লাশী চৌকিতে হামলা চালিয়েছে। এসময় গুলিতে দুই সেনার মৃত্যু এবং একজন সেনা কর্মকর্তা আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, অস্ত্রধারীরা পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পিছু হটে গিয়ে গুলি চালালে সেনাবাহিনীর আতিফ এবং সিপাহী কাইয়ুম মারা যান। বন্দুকযুদ্ধে মেজর উমের আহত হন। 

গণমাধ্যম সূত্রে জানা যায়, পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরোধের মুখে ‘সন্ত্রাসীরা’ পালিয়ে যায়। 

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলার ঘটনার ‘তীব্র নিন্দা’ জানিয়েছেন। 

সূত্র: ডন

আরএমএ/ এএইচএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি