ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সংকটে তেল বেচে সৌদি আরামকোর লাভ দ্বিগুণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৩, ১৫ আগস্ট ২০২২

তেল কোম্পানি সৌদি আরামকো রোববার জানিয়েছে, এ বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তারা ৪৮.৪ বিলিয়ন ডলার বা প্রায় চার লাখ ৬১ হাজার কোটি টাকা লাভ করেছে৷

 গতবছর একই সময়ে লাভ হয়েছিল ২৫.৫ বিলিয়ন ডলার৷অর্থাৎ এবার প্রায় ৯০ শতাংশ বেশি লাভ হয়েছে৷ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আরামকোর লাভের পরিমাণ ছিল ৩৯.৫ বিলিয়ন ডলার৷

অর্থাৎ চলতি বছরের প্রথম ছয় মাসে ৮৭.৯ বিলিয়ন ডলার লাভ করেছে আরামকো৷ গতবছর একই সময়ে লাভের পরিমাণ ছিল ৪৭.২ বিলিয়ন ডলার৷

করোনা মহামারির পর বিশ্বব্যাপী অর্থনৈতিক কার্যক্রম জোরদার হওয়ায় তেলের চাহিদা বৃদ্ধি ও ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে গিয়েছিল৷ জুন মাসে তেলের দাম সবচেয়ে বেশি ছিল৷ পরে তা ব্যারেলপ্রতি ৩০ ডলারের বেশি কমে এলেও এখনও তা ১০০ ডলারের আশেপাশে রয়েছে৷

সৌদি আরবের আয়ের সবচেয়ে বড় উৎস আরামকো চলতি বছরের শুরুতে কিছুদিনের জন্য অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছিল৷ এখন সেই তালিকায় আরামকোর অবস্থান দুই নম্বরে৷

সৌদি কর্তৃপক্ষ রাজস্ব আয়ের আরও উৎসের খোঁজ শুরু করলেও এখনও তেল ও গ্যাস বিক্রি থেকেই সবচেয়ে বেশি আয় করছে৷

আরামকো প্রেসিডেন্ট আমিন নাসের আশা করছেন চলতি দশকে তেলের চাহিদা আরও বাড়বে৷

বর্তমানে দিনে এক কোটি ব্যারেল তেল উৎপাদন করছে সৌদি আরব৷ ক্রাউন প্রিন্স সালমান গতমাসে জানিয়েছিলেন, দেশটির সর্বোচ্চ উৎপাদনক্ষমতা দিনে প্রায় এক কোটি ৩০ লাখ ব্যারেল৷

সৌদি তেলের প্রধান ক্রেতা চীন (২০২০ সালে ২৪.৭ বিলিয়ন ডলার)৷ এরপরে আছে জাপান (১৫.১ বিলিয়ন), দক্ষিণ কোরিয়া (১২.৮ বিলিয়ন), ভারত (১১.৮ বিলিয়ন) ও যুক্তরাষ্ট্র (৬.৬ বিলিয়ন)৷

সূত্র: ডয়েচে ভেলে

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি