ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

আফগানিস্তানে বন্যা-ভূমিধসে ৩১ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ১৬ আগস্ট ২০২২

আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি উপত্যকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৩১ জনের প্রাণহানি হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন বহু মানুষ। আহত হয়েছেন ১৭ জন।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সোমবার (১৫ আগস্ট) দেশটির পারওয়ান প্রদেশে আকস্মিক এ বন্যা দেখা দেয়। এতে ধসে পড়েছে বহু ঘরবাড়ি।

এদিন আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশের পাহাড়ি এলাকায় হঠাৎ ভারি বৃষ্টিপাত দেখা দেয়। পাহাড়ি ঢলে ধসে পড়ে বহু ঘরবাড়ি। 

তালেবান সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা বাখতাওয়ার নিউজ এজেন্সির খবরে বলা হয়, ভারি বৃষ্টিপাত ও ভূমিধসে হতাহতের পাশাপাশি নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় কর্তৃপক্ষ। পাহাড়ি ঢলে বাড়িঘর ধসে পড়ায় বাস্তচ্যুত হয়ে পড়েছেন সেখানকার কয়েক হাজার বাসিন্দা।

আকস্মিক বন্যায় ঘরবান্দ উপত্যকায় বেশ কয়েকটি জেলায় ভূমিধস দেখা দিয়েছে। এতে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত ৩১ জন মারা গেছেন। আহত হয়েছে প্রায় ১০০ জন।

গত জুলাই মাসে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যায় ৭৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। জুনে প্রাকৃতিক দুর্যোগে নিহতের সংখ্যা ছিল ১৯। 

তবে দেশটির প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, বন্যায় অন্তত ৪০০ মানুষ নিহত হয়েছেন। মৃতের পাশাপাশি বন্যার কারণে নাগরিকদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

আগামী কয়েকদিন অঞ্চলটিতে ভারি বৃষ্টিপাতের পূর্ভাবাস দিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। এতে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বন্যা ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় সব ধরনের সহায়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তালেবান সরকার। সূত্র- দ্য হিন্দু।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি