ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মিত্র দেশগুলোকে উন্নত অস্ত্র সাহায্যের ঘোষণা পুতিনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ১৬ আগস্ট ২০২২

ভ্লাদিমির পুতিন

ভ্লাদিমির পুতিন

Ekushey Television Ltd.

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত রাশিয়া। চলমান এই যুদ্ধের প্রেক্ষিতে বন্ধু দেশগুলোকে ধন্যবাদ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে মিত্র দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা জারি রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকারও ঘোষণা দিলেন তিনি। 

এমনকি, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা থেকে শুরু করে তাদের অস্ত্রাগারের সবচেয়ে উন্নত, অত্যাধুনিক অস্ত্রও প্রতিবেশী দেশগুলোকে সরবরাহ করতে রাশিয়া প্রস্তুত বলেও ঘোষণা দেন পুতিন।

সোমবার (১৫ আগস্ট) ছিল রাশিয়ার বার্ষিক অস্ত্র প্রদর্শনীর অনুষ্ঠান। রাজধানী মস্কোর সেই অনুষ্ঠানে বক্তৃতাকালে পুতিন জানান, বিশ্বব্যাপী আধুনিক অস্ত্র রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে রাশিয়া। অস্ত্র রপ্তানির ক্ষেত্রে ক্রমশ তাদের প্রভাব বাড়ছে বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট। 

এরপর পুতিন টেনে আনেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। ইউক্রেনে তাদের সামরিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে পুতিন বলেন, ‘আমাদের সমর্থনের জন্য মিত্র দেশগুলোকে ধন্যবাদ।’ 

উল্লেখ্য, রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রেক্ষিতে পশ্চিমা দেশগুলোর ব্যাপক নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া। যদিও সে সব উপেক্ষা করেই তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

এ নিয়ে পুতিন বলেন, ‘আমাদের অনেক প্রতিবেশী এবং মিত্র দেশ রয়েছে। তারা আমাদের চিন্তাভাবনা নিয়ে আলোচনা করে। আমি তাদের ধন্যবাদ জানাই।’ 

রুশ নেতা আরও যোগ করেন, ‘মস্কো একটি সার্বভৌম এবং স্বাধীন উন্নয়নের পথ বেছে নিয়েছে। আন্তর্জাতিক আইন মেনে আঞ্চলিক সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করে এসেছে।’ 

এর পরই রাশিয়ার মিত্র দেশগুলোকে তাদের অত্যাধুনিক অস্ত্র সরবরাহের কথা বলেন পুতিন। যদিও বিশেষ কোনও দেশের নাম উল্লেখ করেননি পুতিন। 

তার ভাষায়, ‘আমরা আমাদের মিত্র এবং অংশীদারদের সবচেয়ে উন্নত ধরনের অস্ত্র দিতে প্রস্তুত- সেটা কামান, যুদ্ধবিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থাই হোক না কেন, অস্ত্রাগারের সবচেয়ে উন্নত ও অত্যাধুনিক অস্ত্রই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত রাশিয়া।’ সূত্র- আল জাজিরা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি