ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কোভিড আক্রান্ত হলেন মার্কিন ফার্স্ট লেডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ১৭ আগস্ট ২০২২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কোভিড থেকে সেরে ওঠার পর এবার আক্রান্ত হলেন তাঁর স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন। কোভিড পরীক্ষায় তার ফল ‘পজিটিভ’ এসেছে। তবে তাঁর রোগের লক্ষণ মৃদু।

মঙ্গলবার এ কথা জানিয়েছেন জিল বাইডেনের মুখপাত্র।

সিএনএন জানিয়েছে, সোমবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় জিল বাইডেনের কোভিড শনাক্ত হয়নি। তবে, এদিন সন্ধ্যার পর তাঁর ঠাণ্ডার মতো উপসর্গ দেখা দেয়।

তৎক্ষণাৎ তড়িঘড়ি করে নেওয়া অ্যান্টিজেন টেস্টে জিলের কোভিড ‘নেগেটিভ’ ফল আসলেও পিসিআর টেস্টে ফল ‘পজিটিভ’ আসে। 

মার্কিন ফার্স্ট লেডি কোভিড টিকার দুই ডোজসহ দুটি বুস্টার ডোজও নিয়েছেন। তিনি এখন ফাইজারের অ্যান্টিভাইরাল ওষুধ পাক্সলোভিড সেবন করছেন।

জিল বাইডেন বর্তমানে সাউথ ক্যারোলাইনায় ব্যক্তিগত একটি বাসভবনে থাকছেন। সেখানে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গেই ছুটি কাটাতে গেছেন তিনি।

অন্তত পাঁচ দিন জিলকে অন্য মানুষজন থেকে আইসোলেশনে থাকতে হবে। পরপর দুটি কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এলে তিনি হোয়াইট হউজে ফিরতে পারবেন।

জিল এবারই প্রথম কোভিড আক্রান্ত হলেন বলে জানিয়েছেন তার যোগাযোগ পরিচালক এলিজাবেথ আলেক্সান্ডার।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি