ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

রুশ দখলে থাকা পরমাণু কেন্দ্রের কাছে ইউক্রেনের মহড়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ১৮ আগস্ট ২০২২

ঝাপোরিজ্ঝিয়া পরমাণু কেন্দ্র এখনো রাশিয়ার দখলে। অভিযোগ, ওই পরমাণু কেন্দ্রের ভিতর থেকে আক্রমণ চালাচ্ছে রাশিয়ার সেনা। এবার সেই কেন্দ্রের সামনেই পরমানু দুর্ঘটনা ঘটলে কিভাবে উদ্ধার কাজ চালানো হবে তার মহড়া করল ইউক্রেনের সেনার বিপর্যয় মোকাবিলা বাহিনী। রীতিমতো পরমাণু রেডিয়েশন প্রতিরোধক পোশাক পরে তারা মহড়া করেছে। একজন ব্যক্তিকে আক্রান্ত হিসেবে সাজানো হয়েছিল। কীভাবে তাকে দ্রুত উদ্ধার করা যাবে, তার মহড়া হয়েছে।

ইউক্রেন জানিয়েছে, রাশিয়া যেভাবে ওই প্রকল্পটি থেকে আক্রমণ চালাচ্ছে, তাতে যে কোনো দিন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটলে কীভাবে মানুষকে উদ্ধার করা হবে, তারই মহড়া হয়েছে বুধবার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বার বার অভিযোগ করেছেন, রাশিয়া ওই প্রকল্পটির ভিতর থেকে লড়াই করছে বলে তারা জবাব দিতে পারছেন না। যদিও ওই প্রকল্পের ভিতরে একাধিকবার বিস্ফোরণ হয়েছে। যার জেরে প্লান্টের কিছু অংশ বন্ধও করে দিতে হয়েছে। এর জন্য রাশিয়া ইউক্রেনের দিকে আঙুল তুলেছে। ইউক্রেন পাল্টা রাশিয়ার দিকে আঙুল তুলেছে।

জাতিসংঘ জায়গাটিকে দ্রুত সেনাশূন্য করার আবেদন জানিয়েছে। জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস আবেদন করেছেন। কিন্তু এখনো পর্যন্ত রাশিয়া সেখান থেকে সেনা প্রত্যাহার করেনি।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি