ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কমেছে মদ্যপান, চাহিদা বাড়াতে নতুন ফন্দি জাপান সরকারের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ১৯ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

দেশের তরুণ প্রজন্ম যথেষ্ট পরিমাণে মদ পান করছে না। আর এই নিয়েই কপালে চিন্তার ভাঁজ পড়েছে জাপান সরকারের। জাপানের বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, করোনাভাইরাসের আবহের সময় থেকেই সেখানকার তরুণরা পর্যাপ্ত পরিমাণ মদ্যপান থেকে নিজেদের বিরত রেখেছে। পরিস্থিতির উন্নতি হলেও মদের বিক্রি বাড়েনি, বরং কমের দিকেই। মদ বিক্রি করে মোটা রাজস্ব আদায় করে জাপান সরকার। তরুণ প্রজন্ম মদের প্রতি অনিহা দেখানোয় পকেটে টান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে। কী ভাবে মদের বিক্রি বাড়ানো যায়? এই নিয়েই নিয়ে নতুন নতুন উপায় বের করতে ব্যস্ত জাপান সরকার। 

তরুণদের আরও বেশি করে মদ্যপানে উৎসাহিত করতে বিভিন্ন প্রতিযোগিতাও চালু করছে সরকার। জাপানের ‘ন্যাশনাল ট্যাক্স এজেন্সি’-র তত্ত্বাবধানে ‘সেক ভাইভা’ নামে এক প্রচারাভিযান শুরু করা হয়েছে, যার মূল উদ্দেশ্য তরুণদের মধ্যে মদ খাওয়ার চাহিদা বাড়ানো।

জাপানের সব ধরনের মদের প্রচার করায় এই প্রচার অভিযানের উদ্দেশ্য। একই সঙ্গে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেখানে প্রতিযোগীরা মদ বিক্রি বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে উপস্থিত হবেন এবং জানাবেন। প্রতিযোগিতার শেষে যার উপায় সব থেকে ভাল হবে তিনি এই প্রতিযোগিতা জিতবেন।

‘ন্যাশনাল ট্যাক্স এজেন্সি’-র তরফে জানানো হয়েছে, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন করার শেষ তারিখ ৯ সেপ্টেম্বর। অক্টোবর মাসে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগীদের বাছাই করা হবে। এবং এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে নভেম্বরে। ট্যাক্স অফিস অনুসারে, বিজয়ী উপায়ে কাজ করার জন্য সরকারে কাছ থেকে টাকা এবং সমর্থন পাবেন।

তবে মদ বিক্রি বাড়ানোর জন্য জাপান সরকারের এই নতুন ফন্দি বিভিন্ন মহল সমালোচিতও হচ্ছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি