ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

দ.কোরিয়ায় নতুন করে ১ লাখ ৩৮ হাজার ৮১২ আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ১৯ আগস্ট ২০২২

দক্ষিণ কোরিয়ায় আগের ২৪ ঘণ্টার তুলনায় বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত করোনাভাইরাসে নতুন করে ১ লাখ ৩৮ হাজার ৮১২ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ২ কোটি ২০ লাখ ৩৭ জনে দাঁড়ালো।

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) জানায়, আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে সংক্রমণের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৭৮ হাজার ৫৭৪ জন। তবে এক সপ্তাহের আগের হিসাব অনুযায়ী ১ লাখ ২৮ হাজার ৬৭৫ জন থেকে এটি ছিল সর্বোচ্চ।

গত এক সপ্তাহ ধরে দেশটিতে প্রতিদিন গড় আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২৬ হাজার ৯২৬ জন।

করোনাভাইরাসে নতুন আক্রান্তের মধ্যে ৪৬৫ জন বিদেশ ফেরত রয়েছেন। এনিয়ে বিদেশ ফেরত রোগির সংখ্যা বেড়ে মোট ৫৩ হাজার ৯৯৯ জনে দাঁড়ালো। এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৪৯২ জনের অবস্থা আশঙ্কাজনক। আগের দিনের চেয়ে এ সংখ্যা ২২ জন বেশি।

এদিকে দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে নতুন করে আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে মোট ২৫ হাজার ৮৯৬ জনে দাঁড়ালো। দেশটিতে মৃত্যু হার ০.১২ শতাংশ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি