ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

সুদানে বন্যায় ৭৯ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ২১ আগস্ট ২০২২

সুদানে জুন মাস থেকে ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৭৯ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

সুদানের ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল ডিফেন্সের মুখপাত্র আবদুল-জলিল আবদুল-রহিম বলেন, বন্যায় কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আনাদোলু এজেন্সিকে বলেন, "রাজধানী খার্তুম ছাড়া সুদানের ১৮টি রাজ্যই ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।"

রোববার (২১ আগস্ট) জাতিসংঘ বলেছে, খাদ্য পীড়িত দেশটিতে জুন থেকে বন্যা ও ভারী বৃষ্টিপাতের কারণে প্রায় এক লাখ ৩৬ হাজার সুদানী নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

উত্তর আফ্রিকার এই দেশটিতে বর্ষাকাল সাধারণত জুন মাসে শুরু হয় এবং সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়। যেখানে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টিপাত এবং বন্যার সর্বোচ্চ মাত্রা পরিলক্ষিত হয়।

২০২১ সালের অক্টোবর থেকে সুদান একটি কার্যকরী সরকার ছাড়াই চলছিল। যখন সামরিক বাহিনী দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোকের অন্তর্বর্তী সরকারকে বরখাস্ত করে এবং জরুরি অবস্থা ঘোষণা করে রাজনৈতিক বাহিনী দ্বারা একটি "সামরিক অভ্যুত্থান" ঘটায়। যা নিতান্তই একটি নিন্দনীয় পদক্ষেপ।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি