ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে নতুন আতঙ্ক ‘টমেটো ফ্লু’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ২১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ভারতে নতুন একটি রোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। রোগটির নাম ‘টমেটো ফ্লু। ল্যানসেট রেসপিরেটরি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

জানা যায়, এই রোগে আক্রান্ত শিশুদের হাতে ও পায়ের তালুতে লাল রঙের ফোসকা পড়তে দেখা যাচ্ছে। গত কয়েকদিনে ভারতে ৮০ জনের বেশি শিশু নতুন এই রোগে আক্রান্ত হয়েছে।

ল্যানসেট রেসপিরেটরি জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ৬ মে কেরালার কোল্লামে প্রথম টমেটো ফ্লু আক্রান্তের খোঁজ মেলে। এ পর্যন্ত কোল্লামে ৮২ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। তবে কেরালা, তামিলনাড়ু, উড়িষ্যা ছাড়া আপাতত ভারতের অন্য কোনও রাজ্যে টমেটো ফ্লু আক্রান্তের খবর পাওয়া যায়নি। আক্রান্তদের সবার বয়স পাঁচ বছরের কম। অন্ত্রের ভাইরাস থেকে এই রোগের সৃষ্টি হয়।

প্রাপ্তবয়স্করা এই ভাইরাস প্রতিরোধে সক্ষম হলেও ছোটদের এই ভাইরাস প্রতিরোধ করার মতো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। সেই কারণেই ছোটরাই এই রোগে আক্রান্ত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, টমেটো ফ্লু রোগের প্রাথমিক উপসর্গ জ্বর। এর পাশাপাশি শরীরে লাল বেদনাদায়ক ফোসকা হয়। ক্রমেই বড় হয়ে টমেটোর আকার ধারণ করে এই ফোসকাগুলো। এছাড়া শরীরে ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া, ক্লান্তির মতো একাধিক সমস্যা হয় রোগীর। অধিকাংশ আক্রান্তের বমি ভাব, বমি, ডায়রিয়ার মতো লক্ষণও দেখা যাচ্ছে।

ল্যানসেটের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘কোভিডের চতুর্থ ঢেউয়ের সম্ভবনা ঠেকাতে যখন লড়াইয়ের প্রস্তুতি চলছে, তখনই কেরালায় পাঁচ বছরের কম বয়সীদের মধ্যে টমেটো ফ্লু নামে নতুন ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে।’

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি