ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাড়ি বিস্ফোরণে পুতিন-ঘনিষ্ঠ দুগিন কন্যা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ২১ আগস্ট ২০২২

দারিয়া দুগিন

দারিয়া দুগিন

Ekushey Television Ltd.

রাশিয়ান দার্শনিক আলেকজান্ডার দুগিনের ২৯ বছর বয়সী কন্যা দারিয়া দুগিন মস্কোতে এক গাড়ি বিস্ফোরণে নিহত হয়েছেন। শনিবার (২০ আগস্ট) গভীর রাতে রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে বলশি ভায়াজেমিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

অনেকে মনে করেন, ক্রিমিয়ার মতো ইউক্রেনে হামলার পেছনেও ‘পুতিনের মস্তিষ্ক’ খ্যাত আলেকজান্ডার দুগিনই দায়ী। তার মেয়ে দারিয়া দুগিনও মস্কোর এসব হামলার সমর্থক ছিলেন।

রুশ গণমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার রাতে এক অনুষ্ঠান থেকে বাবা-মেয়ের একই গাড়িতে করে বাড়ি ফেরার কথা ছিল। তবে আলেকজান্ডার শেষ মুহূর্তে অন্য এক গাড়িতে ওঠেন। পরে এক বিস্ফোরণে তার মেয়ে দারিয়া দুগিন নিহত হন। এ হামলার লক্ষ্য আলেকজান্ডারই ছিলেন কি না- তা এখনও নিশ্চিত করা যায়নি।

আলেকজান্ডার দুগিন ক্রেমলিনে আনুষ্ঠানিক কোনো পদে না থাকলেও রুশ প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তিনি ‘পুতিনের রাসপুতিন’ নামে পরিচিত। অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে অনলাইনে ‘বিভ্রান্তি’ ছড়ানোর অভিযোগে রিয়া দুগিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য।

অধিকৃত দোনেৎস্ক অঞ্চলের রুশ নেতা ডেনিস পুশিলিন বিস্ফোরণের জন্য ইউক্রেন সরকারের সন্ত্রাসীদের দায়ী করে বলেছেন, সন্ত্রাসীরা আলেকজান্ডার দুগিনকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছিল। কিন্তু তারা তার মেয়েকে উড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে তিনি লেখেন, দারিয়া একজন সত্যিকারের রাশিয়ান মেয়ে।

আলেকজান্ডারের শেষ মুহূর্তে গাড়ি পরিবর্তনের বিষয়টি ইঙ্গিত করছে তিনি কোনোভাবে হামলার আশঙ্কা করছিলেন এবং হয়তো নিজের অজান্তেই তা থেকে সরে গিয়েছিলেন। আলেকজান্ডার ও দারিয়া জাখারোভো এস্টেটের একটি ঐতিহ্যবাহী পারিবারিক উৎসবে সম্মানিত অতিথি ছিলেন এবং এক সঙ্গেই তাদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত আলেকজান্ডার অন্য একটি গাড়িতে চলে যান আর তার মেয়ে যে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডোতে ভ্রমণ করছিলেন, তা বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায়।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি