ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মার্কিন কৃষিতে চীনের বিনিয়োগ বন্ধে যুক্তরাষ্ট্রে বিল উত্থাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ২১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের উত্তর ডাকোটায় বিমান বাহিনী ঘাঁটির কাছে একটি চীনা কোম্পানি কৃষিজমি কেনার পর সেখানে বিনিয়োগ, ক্রয়, জমি অধিগ্রহণ কিংবা কৃষি বাণিজ্যে ‘চীনকে কালো তালিকাভূক্ত’ করতে মার্কিন সিনেটে বিল উত্থাপন করা হয়েছে।

বুধবার ওই বিল উত্থাপনের পর দক্ষিণ ডাকোটার রিপাবলিকান সিনেটর মাইক রাউন্ডস বলেন, “আমেরিকান কৃষিজমি রক্ষা জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। একটি চীনা কোম্পানি সম্প্রতি বিমান বাহিনীর ঘাঁটির কাছে কৃষিজমি ক্রয়ের পর সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সদস্য হিসাবে আমি শঙ্কিত।”

নতুন এই বিল চীন ছাড়াও রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়াকে মার্কিন কৃষি বাণিজ্যে কালো তালিকাভুক্ত করবে। নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনের বরাতে জানিয়েছে, উত্তর ডাকোটায় ৩০০ একর কৃষিজমি কিনেছে চীন ভিত্তিক কোম্পানি ফুফেং।

সিনেটর রাউন্ডস সমালোচনা করে বলেন, “চীনকে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক এলাকায় খুব কাছ থেকে কার্যক্রমের পর্যবেক্ষণের সুযোগ দিলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। দক্ষিণ ডাকোটার অনেক কৃষকদের থেকে শুনেছি, তারা আমেরিকান কৃষি জমিতে বিদেশি মালিকানা নিয়ে উদ্বিগ্ন। এটি বন্ধ করা এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে।”

তিনি আরও বলেন, “এই আইন ফলে বিদেশি প্রতিষ্ঠানকে মার্কিন কৃষি জমি বা ব্যবসায় কালো তালিকাভুক্ত করে কিছু আমেরিকান স্বার্থ সুরক্ষিত করবে।”

ফুফেং গ্রুপ বলছে, ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের কর্ন মিলিং প্ল্যান্ট তৈরির জন্য কৃষিজমি ব্যবহারের পরিকল্পনা করছে, যাতে কমপক্ষে ২০০ জনের কর্মসংস্থানের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা তৈরি করবে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি