প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া
প্রকাশিত : ১৩:৩৬, ২৬ আগস্ট ২০২২
ইউরোপে জ্বালানির দাম যখন আকাশচুম্বী তখন প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ফিনল্যান্ড সীমান্তের কাছে পোর্টোভায়া প্ল্যান্টে প্রতিদিন প্রায় ৪ দশমিক ৩৪ মিলিয়ন ঘনমিটার গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া। যার মূল্য ১০ মিলিয়ন ডলার।
এই গ্যাস আগে নড স্টম ওয়ান পাইপ লাইন দিয়ে জার্মানিতে রপ্তানি হতো। এভাবে গ্যাস পুড়িয়ে ফেলায় আর্কটিক অঞ্চলের বরফ গলে বিপর্যয়ের আশঙ্কা দেখছেন বিজ্ঞানীরা।
জুলাইয়ের মাঝামাঝি থেকে নড স্টম ওয়ান পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ হ্রাস করা হয়েছে। সে সময় রাশিয়া এবিষয়ে যুক্তি দিয়েছিল প্রযুক্তিগত সমস্যার কারণেই এমনটা হয়েছে।
এসবি/
আরও পড়ুন