ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

দুবাইগামী যাত্রীবাহী বিমান উড়িয়ে দেওয়ার হুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ২৭ আগস্ট ২০২২

বোমা বিস্ফোরণে মুম্বাই থেকে দুবাইগামী ইন্ডিগোর একটি বিমান উড়িয়ে দেওয়ার হুমকি পেয়ে বিলম্বে ছাড়তে বাধ্য হয়েছে কর্তপক্ষ। শনিবার সকালে ভারত থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। 

জানা গেছে, সকাল ৭টা ২০ মিনিটে বিমানটি ১৬০ জন যাত্রী নিয়ে উড্ডয়নের কথা ছিল। কিন্তু এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিমানটি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছে তারা। বেনামি একটি ফোনে পুলিশ কন্ট্রোল রুমে এই হুমকি দেওয়া হয়।

অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি দাবি করেন, বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে যাত্রীবাহী বিমানটি। 

এই খবর ছড়িয়ে পড়তেই বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। হুমকির ফোন পাওয়ার পরই বিমানটির উড্ডয়ন স্থগিত করা হয়। এরপর নিরাপত্তা কর্মীরা বিমানের ভেতর তল্লাশি চালান। তবে তারা কোনো সন্দেহজনক বস্তু কিংবা বিস্ফোরকের সন্ধান পাননি। 

এ বিষয়ে জানা গেছে, এক মদ্যপ ব্যক্তি যিনি তার পরিবারের সদস্যদের দেশের বাইরে ভ্রমণে বাধা দিতেই এমন ঘটনা ঘটিয়েছেন। তাকে আটক করেছে পুলিশ।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি