ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইথিওপিয়ায় বিমান হামলায় শিশুসহ নিহত ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৫, ২৭ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে বিমান হামলায় তিন শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। খবর আল জাজিরার।

শুক্রবার (২৬ আগস্ট) তাইগ্রের রাজধানী মেকেলের একটি খেলার মাঠে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় আইন শৃঙ্খলাবাহিনী। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে পথিমধ্যে দুই শিশুর মৃত্যু হয়।

তাইগ্রে এবং আমহারা বাহিনীর মধ্যে প্রায় চার মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার দুদিন পরেই এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আঞ্চলিক কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত তাইগ্রাই টেলিভিশন এ হামলার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেও অভিযোগটি পুরোপুরি অস্বীকার করেছেন ইথিওপিয়ান সরকার।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি