ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

গ্যাস সংকটে কয়েক শীত পর্যন্ত ভুগতে পারে ইউরোপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২০, ৩০ আগস্ট ২০২২

রাশিয়া সরবরাহ কমানোর কারণে ইউরোপে গ্যাসের সংকট আগামী কয়েকটি শীতকাল পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশ্বের অনতম শীর্ষ জ্বালানি কম্পাানি শেলের প্রধান নির্বাহী বেন ভ্যান বুরডেন নরওয়েতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। 

বুরডেন জানান, সম্প্রতি ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে।

ফলে ইউরোপের বেশির ভাগ দেশেই ভয়াবহ সংকট দেখা দিয়েছে। ইউরোপীয়রা তাদের আয়ের এক-দশমাংশ জ্বালানিতে ব্যয় করছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এরই মধ্যে গ্যাসের পাইকারি মূল্য দ্বিগুণ হয়েছে। একসঙ্গে কয়লার দামও বেড়েছে।

ইউক্রেনের সঙ্গে ভালো সম্পর্ক বিদ্যমান এমন দেশগুলো দেশটিতে হামলা শুরুর পর থেকেই রাশিয়ার তেল ও গ্যাস আমদানি কমিয়ে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে। গত বছরও ইউরোপে ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করেছে রাশিয়া।

ইউরোপীয়রা তাদের আয়ের এক-দশমাংশ এখন জ্বালানিতে ব্যয় করছে। তেল-গ্যাসের উচ্চমূল্যের কারণে জ্বালানি খরচ বাজেটের তুলনায় অনেকগুণ বেড়ে গেছে। ফলে নিম্ন এমনকি মধবিত্তদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি