সুইডেনে সমুদ্রে যাত্রিবোঝাই লঞ্চে আগুন
প্রকাশিত : ১০:৪০, ৩০ আগস্ট ২০২২
সুইডেনের দক্ষিণ-পূর্বে গোটস্কা স্যানডন দ্বীপের কাছে যাত্রিবোঝাই একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, লঞ্চটির নাম স্টেনা স্ক্যান্ডিকা।
সুইডেনের মেরিটাইম কর্তৃপক্ষের জানিয়েছে, অন্তত ৩০০ জন যাত্রী নিয়ে সমুদ্রে যাত্রা পথে লঞ্চে আগুন লেগেছে । লঞ্চে আটকে পড়া যাত্রীদের উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন।
সুইডিশ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ছোট যানবাহন পরিবহণকারী স্টেনা স্ক্যান্ডিকা লঞ্চে সুইডেনের দক্ষিণ-পূর্বে গোটস্কা স্যানডন দ্বীপের কাছে অগ্নিকাণ্ডের কবলে পরে।
তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও জানা যায়নি এখনও।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে সুইডিশ মেরিটাইম কর্তৃপক্ষের মুখপাত্র জোনাস ফ্রাজেন বলেন, “লঞ্চের যে জায়গায় গাড়ি রাখা হয়, সেখানেই আগুন লেগেছে।”
তিনি আরও জানান, উদ্ধারে জন্য ইতোমধ্যেই তিনটি হেলিকপ্টার এবং সাতটি জাহাজ পাঠানো হয়েছে। আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে উপকূলে।
পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানাচ্ছে সুইডিশ মেরিটাইম কর্তৃপক্ষ।
সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ
আরও পড়ুন