পাকিস্তানে বন্যার্তদের বহনকারী নৌকা ডুবে নিহত ১৩
প্রকাশিত : ১৩:২৮, ৩০ আগস্ট ২০২২
পাকিস্তানে প্রাকৃতিক দুর্যোগ বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। ইতোমধ্যেই দেশটির এক-তৃতীয়াংশ এখন পানির নিচে। এছাড়া বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আর এর মধ্যেই বন্যা কবলিত এলাকা থেকে দুর্গত মানুষকে নিরাপদ স্থানে নেওয়ার সময় একটি নৌকা ডুবে গেছে। ২৫জন মানুষকে বহনকারী নৌকাটি ডুবে যাওয়ার পর এপর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) জামশোরো জেলার সেহওয়ান তালুকের বিলওয়ালপুর গ্রামের কাছে সিন্ধু নদীতে এই দুর্ঘটনা ঘটে।
জেলা প্রশাসন এবং স্থানীয় পুলিশের তথ্য অনুসারে, ৮ জনকে জীবিত উদ্ধার করা গেছে এবং ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ চার ব্যক্তির সন্ধানে তল্লাশি অব্যাহত ছিল।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, ছোট নৌকাটি তার ধারণক্ষমতার চেয়ে বেশি দুর্গত মানুষদের নেওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
যদিও ঘটনার খবর পেয়ে স্থানীয় ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করে। পরে জেলা প্রশাসন, পুলিশ ও পাকিস্তান নৌবাহিনীর কর্মীরাও অভিযানে যোগ দেন।
নিহতরা সবাই তালতী ইউনিয়ন পরিষদের অন্তর্গত বিলাওয়ালপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। জীবিতদের চিকিৎসার জন্য সৈয়দ আবদুল্লাহ শাহ ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্সেস, সেহওয়ানে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্রঃ ডন
আরএমএ
আরও পড়ুন