ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়ার সঙ্গে ভিসা চুক্তি স্থগিত করতে ঐক্যমতে ইইউর ২৭ পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ১ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১০:০৩, ১ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

প্যারাগুয়েতে ইউরোপীয় ইউনিয়নের আলোচনায় ২৭ জন পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার সঙ্গে ২০০৭ সালের ভিসা সুবিধা চুক্তি স্থগিত করার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। এদিকে ইউরোপীয় কমিশনকে রাশিয়ানদের জন্য বিদ্যমান ১২ মিলিয়ন ভিসার স্টক সম্পর্কে নির্দেশিকা নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয়েছে। 

বুধবার (৩১ আগস্ট) প্যারাগুয়েতে আলোচনা শেষে এই ঘোষণা আসলো।

ইইউ মন্ত্রীদের সভা পরবর্তী সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, “ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের ঐক্যমতের ফলে রাশিয়ার নাগরিকদের ইইউ সদস্য দেশে নতুন ভিসার সংখ্যা কমবে।”

গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগে থেকেই কিছু শ্রেণির রুশ নাগরিকদের জন্য ইউরোপীয় ইউনিয়নের ভিসা পাওয়া সীমাবদ্ধ ছিল।

জোসেপ বোরেল আরও বলেছেন, “মধ্য জুলাই হতে রাশিয়া থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশ বৃদ্ধি পেয়েছে। এটা এই দেশগুলোর জন্য নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক এই প্রধান বলেন, “অনেক রুশ নাগরিক অবসর এবং শপিংয়ের জন্য ভ্রমণ করছে, যেন ইউক্রেনে যুদ্ধই নেই। এটা স্বাভাবিক হতে পারে না।”
সূত্র: সিএনএন, গার্ডিয়ান
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি