ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পৃথিবীর মায়া ত্যাগ করলেন সোনিয়া গান্ধীর মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ১ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ভারতের প্রভাবশালী নেত্রী ও কংগ্রেস দলের সভাপতি সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। মৃত্যুর আগে বেশ সময় ধরেই অসুস্থ ছিলেন তিনি।

বুধাবার ( ৩১ আগস্ট) কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইট করে এই তথ্য নিশ্চিত করেছেন। 

জয়রাম রমেশ টুইট বার্তায় জানান, সোনিয়া গান্ধীর মা পাওলা গত ২৭ আগস্ট ইতালিতে তার বাড়িতে মারা যান। গত মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হয়।

জানা গেছে, অসুস্থ মাকে দেখতে গত ২৩ আগস্ট ইতালি যান সোনিয়া গান্ধী। তার সঙ্গে ছেলে রাহুল ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও ছিলেন। তারা পাওলার শেষকৃত্যে অংশ নিয়েছেন।

সোনিয়া গান্ধী ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির বিভিন্ন দলের নেতারাও শোক-সমবেদনা জানিয়েছেন।

সূত্রঃ এনডিটিভি
আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি