ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাঁচ বছরের মাল্টিপল ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ২ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মাল্টিপল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসার মেয়াদ ৫ বছর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। দেশটির পর্যটন মন্ত্রী হারিন ফার্নান্দো বলেছেন, দেশটিতে পর্যটন খাতকে আরও প্রসারিত করতেই এই সিদ্ধান্ত। 

শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রী জানান, দেশটির পর্যটনকে উৎসাহিত করতে ৩৫টি দেশের জন্য ৫ বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে একজন পর্যটক ৬ মাস শ্রীলঙ্কায় থাকতে পারবেন।

হারিন ফার্নান্দো বলেন, "আশা করছি ২০২২ সালে এক মিলিয়ন পর্যটকের আগমন দেখতে পাব শ্রীলঙ্কায়। আমরা এ বছর পর্যটন থেকে দুই বিলিয়ন ডলার আশা করছি।"

উল্লেখ্য, বাংলাদেশিসহ বিশ্বের যেকোনও ভ্রমণকারী পাবেন ৫ বছরের মাল্টিপল ভিসা। প্রতিবার ভ্রমণে টানা ৬ মাস থাকতে পারবেন শ্রীলঙ্কায়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি