ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্টারবাকসের নতুন সিইও ‘লক্ষ্মণ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ২ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের কফি প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্টারবাকসের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত লক্ষ্মণ নরসিমহান। 

এটি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এর আগে লক্ষ্মণ বহুজাতিক কোম্পানি রেকিটে সিইও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্ণণ অক্টোবরে যোগ দিলেও কোম্পানি এবং এর "পুনঃউদ্ভাবন" পরিকল্পনা সম্পর্কে কয়েক মাস শেখার পর ২০২৩ সালের এপ্রিল থেকে নেতৃত্ব দেবেন। ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে নেতৃত্ব দেবেন হাওয়ার্ড শুল্টজ। 

নরসিমহান ২০১৯ সালের সেপ্টেম্বরে রেকিটে যোগ দিয়েছিলেন এবং প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালে গঠিত হওয়ার পর থেকে রেকিটে নেতৃত্ব দেওয়া প্রথম বহিরাগত প্রার্থী ছিলেন।

স্টারবাকস বলেছে, নরসিমহান শুল্টজ এবং ম্যানেজমেন্ট টিমের সঙ্গে তার সময় কাটাবেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি