ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

কলম্বিয়ায় পুলিশের গাড়িতে বিস্ফোরক হামলায় ৮ কর্মকর্তার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ৩ সেপ্টেম্বর ২০২২

দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় পুলিশের গাড়িতে বিস্ফোরক হামলায় আট পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) দেশটির পশ্চিমের সান লুইস অঞ্চলের হুইলা বিভাগের একটি গ্রামীণ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

এ প্রসঙ্গে পুলিশের একজন মুখপাত্র বলেন, “এটি পুলিশ টহলের বিরুদ্ধে একটি আক্রমণ ছিল এবং মনে হচ্ছে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা যে গাড়িটিতে ভ্রমণ করছিলেন সেটি চলন্ত অবস্থায় বিস্ফোরণ ঘটানো হলে তারা মারা যান। 

তবে এ হামলার সঙ্গে কারা জড়িত অর্থাৎ হামলাকারীদের নাম উল্লেখ করেননি প্রেসিডেন্ট পেট্রো।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এক টুইট বার্তায় এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান তিনি। 

গত আগস্টের শুরুতে কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন গুস্তাভো পেট্রো। তিনি সামাজিক-অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নিজের শক্ত অবস্থানের পাশাপাশি রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা ও মাদকবিরোধী ‘ব্যর্থ’ যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

দায়িত্ব নেওয়ার পর, পেট্রো ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এর সঙ্গে আবার আলোচনা শুরু করেছে, যা কলম্বিয়ায় সক্রিয় সর্বশেষ সংগঠিত গেরিলা গ্রুপ হিসাবে স্বীকৃত।

তবে বামপন্থিদের সরকার গঠনের এক মাস যেতে না যেতেই দেশটিতে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটলো। 

টুইটারে পেট্রো বলেছেন, ‘এসব হামলা দেশে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে স্পষ্ট অন্তর্ঘাত। আমি কর্তৃপক্ষকে এ ঘটনা তদন্তের জন্য সরেজমিনে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছি।’

দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ বলছে, এফএআরসি বিদ্রোহীদের তথাকথিত ভিন্ন মতাদর্শীরা এ অঞ্চলে সক্রিয় রয়েছে।
সূত্র: এনডিটিভি, বিবিসি
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি