ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আবারও আফগানিস্তানে ভূমিকম্প, নিহত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ৫ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পে অন্তত আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে দেশটির স্থানীয় কর্মকর্তার।

সোমবার (৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের কাছে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এ প্রসঙ্গে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মাওলাভি নাজিবুল্লাহ হানিফ বাখতার গণমাধ্যমকে জানিয়েছে, রোববার রাতের ভূমিকম্পে কুনার প্রদেশে আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।

দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেছেন, “প্রাথমিক প্রতিবেদনে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছয়জন এবং নয়জন আহত হয়েছে।”

এর আগে জুনে হয়ে যাওয়া বড় একটি ভূমিকম্প থেকে পুনরুদ্ধার করবার মধ্যেই আবারও ভূমিকম্পের ঘটনা ঘটল আফগানিস্তানে। জুনের সেই ভূমিকম্পে ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিলো।
সূত্র: রয়টার্স
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি