ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

আমাদের যুদ্ধ ক্ষমতা আরো উন্নত হয়েছে: তাইওয়ান প্রেসিডেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১১, ৬ সেপ্টেম্বর ২০২২

তাইওয়ানের সামরিক বাহিনীর যুদ্ধ করার দক্ষতা এখন আরও পরিপক্ক ও সক্ষম বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। 

একই সময় সামরিক মহড়ার জন্য চীনকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ আগস্ট) তাইওয়ানের পূর্ব উপকূলে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি এই মন্তব্য করেন। 

উপকূলজুড়ে এখনও উত্তেজনা এবং হুমকি রয়ে গেছে মন্তব্য করে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, “তার দেশের সেনাবাহিনীর যুদ্ধের সক্ষমতা এখন আগের থেকে পরিপক্ক। এখন তারা যুদ্ধ করতে আরও পারঙ্গম। সামরিক মহড়ার জন্য চীনকে ধন্যবাদ।”

প্রেসিডেন্ট সাই আরও বলেন, “চ্যালেঞ্জের মুখে আমাদের সেনাবাহিনী শান্তভাবে জবাব দিয়েছে। কঠোরভাবে দেশের নিরাপত্তা রক্ষা করেছে। আমাদের সেনাবাহিনীর যুদ্ধে মোকাবিলার সক্ষমতা (কম্ব্যাট স্কিল) এখন আরও  পরিপক্ক এবং শক্তিশালী।” 

এই সময় তিনি দেশের সশস্ত্র বাহিনী নিয়ে খুবই গর্বিত বলেও মন্তব্য করেন।

প্রসঙ্গত, গত মাসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। এরপর চীন নজিরবিহীন সামরিক মহড়া শুরু করে। 

সূত্র: রয়টার্স
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি