ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কোভিডের নাকে নেওয়া ভ্যাকসিনের অনুমোদন দিল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৬, ৬ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ভারত বায়োটেকের তৈরি কোভিড-১৯ প্রতিরোধী নাসাল ভ্যাকসিন (নাকে দেওয়ার ভ্যাকসিন) ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওষুধ নিয়ন্ত্রক অধিদপ্তর। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।

১৮ ও তার বেশি বয়সীদের ও জরুরি প্রয়োজনে নাকে দেওয়ার এ ভ্যাকসিন ব্যবহার করা যাবে।
 
মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. মানসুখ মান্দাভিয়া বলেছেন, জরুরি পরিস্থিতিতে প্রাপ্ত বয়স্কদের সীমিত ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ নিয়ন্ত্রক অধিদপ্তর।

ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিজ্ঞান, গবেষণা, উন্নয়ন এবং মানবসম্পদকে কাজে লাগিয়েছে।

নাসাল ভ্যাকসিন কিভাবে দেওয়া হবে?

নাসাল ভ্যাকসিন নাকের ভেতর স্প্রে করা হবে এবং শ্বাসের মাধ্যমে সেটি ভেতরে টেনে নেবেন ভ্যাকসিন ব্যবহারকারী ব্যক্তি। 

প্রথমদিকে যে ভ্যাকসিনগুলো উদ্ভাবন করা হয়েছিল সেগুলো ইনজেকশনের মাধ্যমে শরীরে পুশ করা হত। তাছাড়া শিশুদের জন্য মুখে খাওয়ানোর ভ্যাকসিনও ছিল। 

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি