ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪

আস্থা হারিয়েছে ডলার: পুতিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ৮ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১১:১৬, ৮ সেপ্টেম্বর ২০২২

সম্প্রতি সপ্তম বার্ষিক ইস্টার্ন ইকোনমিক ফোরামে বক্তব্য প্রদান করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই বক্তব্যে তিনি বলেন, মার্কিন ডলার ও ইউরোপীয় ইউনিয়নের ইউরোর মতো প্রচলিত রিজার্ভ মুদ্রাগুলো আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আস্থা হারিয়েছে। 

বুধবার (৭ সেপ্টেম্বর) রাশিয়ায় ভ্লাদিভস্তোক বন্দরে সপ্তম বার্ষিক ইস্টার্ন ইকোনমিক ফোরামে পুতিন এ বক্তব্য দেন।

পুতিন আরও বলেন, “পশ্চিমা দেশগুলো বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাকে দুর্বল করে ফেলেছে। অবাধে লেনদেন হওয়া ডলার, ইউরো ও পাউন্ডের ওপর আস্থা হারিয়েছে মানুষ। এসব মুদ্রা লেনদেন পরিচালনা, সম্পদ সংরক্ষণ ও রিজার্ভে ব্যবহৃত হতো।”

তার মতে, এ প্রবণতার কারণে রাশিয়া ও অন্য অনেক দেশ লেনদেনের জন্য অন্য মুদ্রা বিশেষ, করে চীনের ইউয়ানের দিকে ঝুঁকেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেছেন, “ধাপে ধাপে আমরা এসব অপ্রচলিত মুদ্রা ব্যবহারের দিকে যাচ্ছি। পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোও অর্থ পরিশোধ ও সঞ্চয়ে ডলারের ব্যবহার কমিয়ে দিচ্ছে।”

বক্তব্যের সময় তিনি জানান, রাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠান গাজপ্রম ও চীনের মিত্রদেশগুলো গ্যাসের মূল্য অর্ধেক রুবল ও অর্ধেক ইউয়ানে পরিশোধ করতে গতকাল রাজি হয়েছে। আমি বিষয়টির দিকে লক্ষ রাখব।

সূত্রঃ আরটি
আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি