ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আলোকচিত্রে রানির জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ৯ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১১:১২, ৯ সেপ্টেম্বর ২০২২

ব্রিটেনের সিংহাসনে রাজত্ব করেছেন সাত দশক; বিশ্বের বহু ইতিহাসের সাক্ষী তিনি। ব্রিটেনে রাজতন্ত্র যখন প্রশ্নবিদ্ধ, তখনও অনেকের কাছে রানি দ্বিতীয় এলিজাবেথ ছিলেন একজন ধ্রুবতারা। বৃহস্পতিবার, ৯৬ বছর বয়সে চির অবসরে গেলেন এই ধ্রুবতারা। 

এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উইন্ডসর জন্মগ্রহণ করেন ১৯২৬ সালের ২১শে এপ্রিল। তার বাবা অ্যালবার্ট, ডিউক অফ ইয়র্ক এবং মা সাবেক লেডি এলিজাবেথ বোওজ -লিওন-এর তিনি ছিলেন প্রথম সন্তান। 

বাবা ও মায়ের সাথে শিশু এলিজাবেথ

শিশু বয়সে রাণী, যখন তিনি জানতেন না  যে তিনিই একদিন রাণী হবেন

বলা হয় খুবই ছোটবেলা থেকেই তিনি অসাধারণ দায়িত্ববোধের পরিচয় দেন । ব্রিটেনের ভাবী প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বলেছিলেন "তাঁর চরিত্রে যে কর্তৃত্ববোধ ছিল, তা একজন শিশুর পক্ষে ছিল খুবই আশ্চর্যজনক।"

প্রিন্সেস এলিজাবেথ (ডানে) এবং মার্গারেট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন- ১২ই অক্টোবর ১৯৪০, লন্ডন

বাবামায়ের সাথে প্রিন্সেস এলিজাবেথ এবং তাঁর ছোট বোন মার্গারেট - তাঁর পিতার "খুবই অসাধারণ" অভিষেক অনুষ্ঠানের সময়

১৯৪৭ সালের ২০শে নভেম্বর প্রিন্সেস এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ ওয়েস্টমিনস্টার গির্জায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যুদ্ধোত্তর ব্রিটেনে তাদের বিয়ের ঘটনা ছিল নতুন আলোর দিশা

এলিজাবেথের প্রথম সন্তান  সন্তান  চার্লস, যার জন্ম ১৯৪৮ সালে, এরপর  ১৯৫০ সালে জন্ম হয় রাণীর  ছোট কন্যা অ্যানার

১৯৫৩ সালে রানির অভিষেক অনুষ্ঠান ছিল ব্রিটিশ টিভিতে প্রথম সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান

হ্যারল্ড ম্যাকমিলানের পদত্যাগের সময় একটা সাংবিধানিক সঙ্কট সৃষ্টি হলে রাজতন্ত্রে বদল সূচিত হয়

রাজ পরিবারের ঘরের ভেতরকার ছবি, যেখানে একান্তে সময় কাটাচ্ছেন পরিবারের সদস্যরা

১৯৯৩ সালের ৮ অক্টোবর ওয়েস্টমিনস্টারের সেইন্ট মার্গারেট চার্চে প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথ

রানির কাছে শেষ পর্যন্ত পুত্রবধু ডায়ানা ছিলেন "সেই ত্যাড়া মেয়ে।" ডায়ানা অবশ্য বলতেন তার শাশুড়িকে তিনি "দারুণ শ্রদ্ধা" করেন এবং তার জন্য সব কিছু করতে রাজি আছেন। এদিকে রানেও নিঃসন্দেহে মনে করতেন এই মেয়েটির রাজ পরিবারে প্রিন্সেস হবার সবরকম যোগ্যতা আছে।

এসবি/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি