কখন ও কোথায় হবে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য
প্রকাশিত : ১১:৪৬, ৯ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১১:৪৮, ৯ সেপ্টেম্বর ২০২২
ব্রিটেনের সিংহাসনে তিনি অসীন ছিলেন সাতটি দশক। কেবল যুক্তরাজ্য নয় বিশ্বের বহু প্রান্তের বহু উত্থান-পতনের সাক্ষী তিনি। মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ রাজত্বের দায়িত্ব গ্রহণকারী রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজকার্য পরিচালনার অনন্য ইতিহাসের ইতি ঘটেছে বৃহস্পতিবার।
রানির শেষকৃত্য অনুষ্ঠিত হতে পারে তার মৃত্যুর ১০ দিন পর। পরম্পরাগতভাবে সেদিন যুক্তরাজ্যে জাতীয় শোক পালিত হবে। রানির অন্ত্যেষ্টিক্রিয়া ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
সেই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে সাধারণত ২ হাজার ২০০ লোকের সমাগম হতে পারে। তবে প্রয়োজনে ৮ হাজারেরও বেশি লোকের জন্য অতিরিক্ত বসার ব্যবস্থা করা যেতে পারে, যেমনটি রানির রাজ্যাভিষেকের সময় হয়েছিল।
১৮ শতক থেকে অ্যাবেতে কোনো রাজার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান হয়নি। তবে ২০০২ সালে সেখানে রানির মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল। সেখানে শ্রদ্ধা জানিয়েছিলেন ২০ হাজারের বেশি মানুষ।
এসবি/
আরও পড়ুন