ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় নিহত ১২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ১০ সেপ্টেম্বর ২০২২

সিরিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলে আল-কায়েদা সমর্থিত সিরীয় জঙ্গিগোষ্ঠী নুসরা ফ্রন্টের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ১২০ জন নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ইদলিব প্রদেশের শেখ ইউসুফ এলাকায় নুসরা ফ্রন্টে এই হামলা চালানো হয়।

সিরিয়ায় রুশ সেনা সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ইদলিব প্রদেশের শেখ ইউসুফ এলাকায় নুসরা ফ্রন্টের প্রশিক্ষণকেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। যুক্তরাজ্যভিত্তিক এক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার পক্ষ থেকেও ইদলিবে রুশ বিমান হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

আরও জানা গেছে, বৃহস্পতিবার যুদ্ধবিমান থেকে ১৪ বার হামলার পাশাপাশি নুসরা ফ্রন্টের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ঘটনাও ঘটেছে।

প্রসঙ্গত, সিরিয়ায় যুদ্ধের কারণে প্রায় ৫ লাখ মানুষ মারা গেছে এবং দেশটির প্রায় অর্ধেক জনসংখ্যা বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে।
সূত্র: সানা, দ্য উইকলি মেল
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি