ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রাশিয়ার গ্যাসের দাম নির্ধারণে ব্যর্থ ইউরোপীয় ইউনিয়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ১১ সেপ্টেম্বর ২০২২

রাশিয়ার গ্যাসের দাম নির্ধারণে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ইইউ এর জরুরী বৈঠক।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে ঐ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে ইইউ এর সদস্য দেশ হাঙ্গেরি জানিয়েছে, ঐ বৈঠকে দেশগুলো একমত হতে পারেনি।

ইউরোপীয় কমিশন চলতি মাসের প্রথম দিকে গ্যাসের দাম বেড়ে যাওয়া ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ডাকার পরামর্শ দিয়েছিল।

ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে যেসব পরামর্শ দেওয়া হয়েছিল তার মধ্যে একটি ছিল রাশিয়ার পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাসের দাম ঠিক করে দেওয়া। ইউরোপীয় ইউনিয়নের কোনো কোনো সদস্য দেশ বলছে, এ ধরনের পদক্ষেপে হিতে-বিপরীত হতে পারে।

এসবি/ 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি