ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জালে উঠল দুই মুখ, চার চোখের বিচিত্র মাছ! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ২৩ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৫:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মাঝেমধ্যেই সমুদ্রের নানা রকম বিচিত্র জীবের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এ বার বিচিত্র দেখতে এক এশিয়ান কার্প মাছ ধরা পড়ল জালে। সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে কৌতূহল বাড়ছে— এমনও মাছ হয়?

ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রের কাছে একটি হ্রদ থেকে পাওয়া গেছে দুই মাথা বিশিষ্ট এই আশ্চর্য মাছ। মাছটির দু’টি মুখ এবং ‘চারটি চোখ’ রয়েছে। 

কিছু অংশ দাবি করেছেন, যে জলাশয় থেকে মাছটি ধরা হয়েছে, সেটি দূষিত হওয়ার কারণে মাছের এই দশা। আবার অন্য একটি অংশের দাবি, এটি মাছের শারীরিক বিকৃতি।

মৎস্য বিজ্ঞানীরা অবশ্য দূষণের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, যে জলাশয় থেকে মাছটি ধরা হয়েছে, সেটি যদি দূষিতই হত, তা হলে মাছটি বেঁচে থাকত না। এ ক্ষেত্রে তা হয়নি। তা হলে?

বিজ্ঞানীদের দাবি, শারীরিক বিকৃতির কারণেই এমনটা হয়েছে। গত জুনেই রাশিয়ায় এক মৎস্যজীবীর জালে ‘ড্রাগনের’ মতো দেখতে একটি বিচিত্র মাছ ধরা পড়েছিল। সেই মাছের ছবি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শোরগোল পড়ে যায়। যদিও পরে জানা যায় যে, কদাকার দেখতে যে প্রাণীটি ধরা পড়েছিল, আসলে সেটি রোমান ফেডোরস্টভ মাছ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি