ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সিরিয়া উপকূলে নৌকা ডুবে ৭১ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ২৩ সেপ্টেম্বর ২০২২

সিরিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে ৭১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জীবিত সবাইকে তার্তাউসের বাসেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। তবে উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

সিরিয়ার সরকার জানায়, গত মঙ্গলবার লেবাননের উত্তর মিনিয়েহ অঞ্চল থেকে প্রায় ১৫০ অভিবাসন প্রত্যাশী নিয়ে ইউরোপের উদ্দেশ্যে রওয়ানা হয় নৌকাটি। সূত্র- আল-জাজিরা

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি