ইটালির নির্বাচনে ডনপন্থিদের ক্ষমতায় আসার আভাস
প্রকাশিত : ২০:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২২
ইটালিতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে৷ দেশটিতে আজ রোববার স্থানীয় সময় সতাল ৭টা ভোট গ্রহণ শুরু হয়েছে৷ রাত ১১টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে৷
গত জুলাই মাসে ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির পদত্যাগের পর তার নেতৃত্বাধীন জোট সরকারের পতন ঘটে৷ এই পটভূমিতেই অনুষ্ঠিত হচ্ছে এবারের নির্বাচন যাকে ইউরোপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে৷
আন্তর্জাতিক গণমাধ্যগুলো বলছে, নির্বাচনে কট্টর ডানপন্থি দল ক্ষমতায় আসতে পারে৷ আর তা হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই হবে ইটালির প্রথম কট্টর ডানপন্থি সরকার৷
ইটালির রাজনৈতিক নেতাদের দুর্নীতি ও কেলেঙ্কারির কথা প্রায়শই শোনা যায়৷ ফলে ইউরোপের চতুর্থ বৃহৎ অর্থনীতির এই দেশটিতে খুব ঘন ঘন সরকারের পতন ঘটে আর একারণে প্রায়ই নির্বাচন অনুষ্ঠিত হয়৷
ইটালির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আসনা জানায়, রোববারের নির্বাচনের ভোটার সংখ্যা প্রায় পাঁচ কোটি৷
এর মধ্যে ৪৭ লাখ লোক দেশের বাইরে থেকে ভোট প্রদান করবেন বলে আশা করা হচ্ছে৷
আর চলতি নির্বাচনে নতুন ভোটার সংখ্যা প্রায় ২৭ লাখ৷
সর্বশেষ অনুষ্ঠিত ২০১৮ সালের নির্বাচনে দেশটির ভোটারদের শতকার ৭২ দশমিক নয় ভাগ ভোট প্রদান করেছিলেন৷ চলতি বছর ভোট দানের হার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে৷
পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র বড় রাজনৈতিক দলগুলো অন্তত দুটি রাজনৈতিক শিবিরে, ডানপান্থি ও বামপন্থি, বিভক্ত হয়েছে৷
ডানপন্থি রাজরৈতিক দলগুলোর জোটে তিনটি বড় রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে৷ এর নেতৃত্বে রয়েছে জর্জা মেলোনির ব্রাদার্স অব ইটালি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয়তাবাদী রাজনীতিক মাত্তেও সালভিনির নর্দার্ন লিগ এবং আরেক সাবেক প্রধানমন্ত্রী ও ডানপন্থী নেতা সিলভিও বারলুসকোনির গো ইটালি৷
আর অন্যদিকে আছে বামপন্থি রাজনৈতিক দলগলোর একটি জোট যার নেতৃত্বে রয়েছে প্রফেসর এনরিকো লেত্তার (Enrico Letta) ইটালির ডেমোক্রেটিক পার্টি৷
ডানপন্থিদের ক্ষমতায় আসার আভাস
সম্প্রতি সুইডেনের নির্বাচনে ডানপন্থি দল ক্ষমতায় আসে৷ এ কারণে পশ্চিম ইউরোপের দেশ ইটালির নির্বাচনের দিকে বাড়তি আগ্রহ বিশ্লেষকদের৷
বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি দল ব্রাদার্স অব ইটালি এগিয়ে রয়েছে৷ ফলে মাত্তেও সালভিনির নর্দার্ন লিগ ও সিলভিও বারলুসকোনির গো ইটালিকে সাথে নিয়ে ডানপন্থি সরকার গঠন করতে পরার সম্ভাবনার কথা বলা হচ্ছে ৷
আর এই জোট জয়ী হলে মেলোনি হবেন ইটালির ইতিহাসে প্রথম কোনো নারী প্রধানমন্ত্রী৷ আর দেশটিতে একনায়ক মুসোলিনির পর তিনি হবেন ক্ষমতায় আসা প্রথম কোনো ডানপন্থি নেতা৷
নির্বাচনের আগে জনমত জরিপে দেখা গেছে, মেলোনির ব্রাদার্স অব ইটালি প্রায় ২৫ ভাগ সমর্থন রয়েছে৷ আর এই জোটের প্রতি শতকরা ৪৮ ভাগ ভোটারের সমর্থন রয়েছে৷
তাদের প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বাধীন মধ্য-বামপন্থী জোটের প্রতি রয়েছে ২৯ ভাগ ভোটারের সমর্থন৷
পয়তাল্লিশ বছর বয়সী জর্জিয়া মেলোনি ২০১২ সালে তার দল ব্রাদার্স অব ইটালি গঠন করেন৷ এর চার বছর আগে ২০০৮ সালে তিনি সিলভিও বেরলুসকোনির সরকারের একজন মন্ত্রী ছিলেন৷ ইটালির ইতিহাসে তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ মন্ত্রী৷
এদিকে মেলোনির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসলে ইটালির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷
ইটালিতে শরণার্থীদের সুযোগসুবিধা, সমকামীদের অধিকার এবং গর্ভপাতের আইনি অধিকারের মতো বিষয়গুলো প্রশ্নের মুখে পড়তে পারে৷
সূত্র: ডয়েচে ভেলে
এসবি/
আরও পড়ুন