ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রাশিয়ায় স্কুলে দুষ্কৃতিকারীর গুলি, শিশুসহ নিহত ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৭:২৪, ২৬ সেপ্টেম্বর ২০২২

মধ্য রাশিয়ার ইজেভস্ক শহরের একটি স্কুলে দুষ্কৃতিকারীদের গুলিতে স্কুলের ছাত্রসহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাশিয়ার ইউরাল অঞ্চলের ইজেভস্ক শহরের একটি স্কুলে গোলাগুলিতে হতাহতের এই ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। 

গণমাধ্যম সূত্রে জানা গেছে, রাশিয়ার ইউরাল অঞ্চলের ইজেভস্ক শহরের ৮৮ নম্বর স্কুলে গোলাগুলির এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গোলাগুলির পর স্কুল ভবন থেকে ছাত্র ও শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছে, যে ব্যক্তি গুলি চালিয়েছিল তার মৃতদেহ পুলিশ খুঁজে পেয়েছে। ওই অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ বলেছেন, “হতাহতদের মধ্যে শিশুও রয়েছে।”

এই প্রসঙ্গে আরটি জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে স্কুলের বাইরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ি দেখা যাচ্ছে।

তবে এখনও ভুক্তভোগীদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, ইজেভস্ক শহর হচ্ছে রাশিয়ান রিপাবলিক অব উডমুর্তিয়া’র রাজধানী। শহরটিতে ৬ লাখ ৩০ হাজার লোক বাস করে।

সূত্রঃ আরটি
আরএমএ/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি