ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

আবের শেষকৃত্যে যোগ দিতে জাপানে মোদী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২২

জাপানের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে টোকিও রওনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন, মোদীর এ বারের জাপান সফরের মেয়াদ ১২-১৬ ঘণ্টা। অনুষ্ঠানে অন্যান্য দেশের রাষ্ট্রনেতারা এলেও অন্য দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই।

আগামীকাল আবের শেষকৃত্য অনুষ্ঠানে অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী-সহ ২০টি দেশের রাষ্ট্রপ্রধানেরা উপস্থিত থাকবেন। তা ছাড়া, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, রুশ প্রেসিডেন্টের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মিখাইল সুদোকয়, চিনের রাজনীতি বিষয়ক পরামর্শদাতা কমিটির ভাইস চেয়ারপার্সন ওয়াং গ্যাং-সহ থাকবেন প্রায় ১০০ দেশের শীর্ষকর্তারা। 
শেষকৃত্যে আসার কথা কমপক্ষে ৬ হাজার আমন্ত্রিতের। 

সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি