ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

বুরকিনা ফাসোতে সেনাবাহিনীর গাড়িবহরে হামলা, নিহত ১১ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সেনাবাহিনীর গাড়িবহরে সশস্ত্র হামলায় ১১ জন সৈন্যের মৃত্য হয়েছে। একই ঘটনায় আরও অন্তত ৫০ জন বেসামরিক নাগরিক নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বুরকিনা ফাসো সরকার জানিয়েছে, সাউম প্রদেশের গাসকিন্দে কমিউনের কাছে জিবো শহরের দিকে যাওয়ার সময় সামরিক বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী।

এ হামলায় ১১ জন সৈন্য নিহত এবং আরো ২০ জন সৈন্যসহ মোট ২৮ জন আহত হয়েছে। প্রায় ৫০ জন বেসামরিক নাগরিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।

তবে হামলার কারণ জানা যায়নি। হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান চলমান রয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের পর থেকে বুরকিনা ফাসোর নিরাপত্তা পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে। নানা সময়ে হামলায় পশ্চিম আফ্রিকার দেশটিতে এক হাজার জনেরও অধিক লোক নিহত হয়েছে। এছাড়াও ১৯ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র: আলজাজিরা
আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি