ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

অ্যাডাল্ট সাইটে ছবি, মিয়ানমারে নারী মডেলের কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ২ অক্টোবর ২০২২

মিয়ানমারে অ্যাডাল্ট সাইটে ছবি দেয়ায় এক নারীকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। 

তিনি ‘অনলিফ্যানস’ নামে একটি অ্যাডাল্ট সাইটে ছবি প্রকাশ করেছিলেন।

বিবিসি জানিয়েছে, জান্তা সরকার ‘সংস্কৃতি ও মর্যাদা ক্ষুণ্নের’ অভিযোগে দেশটির মডেল ও চিকিৎসক নাং মোয়ে সানের বিরুদ্ধে মামলা করে। এই মামলায় সানের কারাদণ্ড হয়েছে।

বর্তমানে মিয়ানমারে ক্ষমতায় রয়েছে জান্তা সরকার। গত বছর অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চিকে হটিয়ে তারা ক্ষমতায় বসে। জান্তা সরকারের অভিযোগ, সে সময় জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন নাং মোয়ে সান।

সানের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি অর্থের বিনিময়ে সামাজিক মাধ্যমে নিজের নগ্ন ছবি ও ভিডিও প্রকাশ করেন। মিয়ানমারের ইলেকট্রনিকস ট্রানজেকশন আইনের ৩৩ (এ) ধারার অধীনে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এ আইনে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

মডেল সানের বিরুদ্ধে রায় দেয় দেশটির ইনসেইন প্রিজন কোর্ট। তাকে ইয়াঙ্গুনের কুখ্যাত ও মিয়ানমারের সবচেয়ে বড় কারাগারে পাঠানো হবে। গত বছর সেনা অভ্যুত্থানের সময় থেকে সেখানে অনেক রাজনৈতিক বন্দি রয়েছেন।

এর আগে গত আগস্টে জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় থিনজার উইন্ট কিয়াও নামে আরেক মডেলকে গ্রেফতার করা হয়েছিল। এ মাসে তাকে বিচারের মুখোমুখি করা হবে।

জান্তা সরকার ক্ষমতায় আসার পরে থেকে এখন পর্যন্ত অন্তত ১৫ হাজার ৬০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি