ইরানের বিশ্ববিদ্যালয়ে ক্লাস স্থগিত ঘোষণা
প্রকাশিত : ১৭:০৬, ৩ অক্টোবর ২০২২
ইরানের শীর্ষস্থানীয় শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি’র সকল ক্লাস স্থগিতের ঘোষণা দিয়েছেন কর্তৃপক্ষ। একইসঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছেন সকল ক্লাস সোমবার থেকে অনলাইনে শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের তেহরান ক্যাম্পাসে শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।
মেহের বার্তা সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাবলী ও শিক্ষার্থীদের রক্ষার প্রয়োজনে শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি সকল ক্লাস ভার্চুয়ালি করার ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, ঠিকমতো হিজাব না পরায় গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটক কুর্দি তরুণী মাশা আমিনী (২২) প্রাণ হারায়। তার মৃত্যুর পর দেশজুড়ে হিজাব বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
অসলো ভিত্তিক মানবাধিকার সংগঠন আইএইচআর বলছে, বিক্ষোভে অংশ নেয়া অন্তত ৯২ জন প্রাণ হারিয়েছে।- বাসস
এসি
আরও পড়ুন