ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

সিঙ্গাপুরে করোনা টিকার ‘ভুল’ ডোজ পেয়েছেন ১৩০ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ৪ অক্টোবর ২০২২ | আপডেট: ১২:২৫, ৪ অক্টোবর ২০২২

সিঙ্গাপুরে ১৩০ জনকে করোনা টিকার ভুল ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।  

এ বিষয়ে সংসদে দেওয়া বক্তব্যে দেশটির স্বাস্থ্য বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিল পুথুচেরি জানিয়েছেন, করোনা টিকার মাত্রাতিরিক্ত ডোজ প্রয়োগের ফলে ১১ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, আর ১১৯ জনকে পরিমিত মাত্রায় টিকার ডোজ না দেওয়ায় তারাও শারীরিক জটিলতায় পড়েছেন। এর মধ্যে সাতটি শিশুও রয়েছে, যাদের বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে। তবে তাদের মধ্যে কোনো জটিলতার তথ্য পাওয়া যায়নি।

একটি ক্লিনিকে গত মাসে দুই রোগীকে ফাইজার-বায়োএনটেকের টিকার পুরো ডোজ একবারে দেওয়ার পর তাদের একজনের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তবে অপর ব্যক্তির শারীরিক কোনো সমস্যা হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

এছাড়া ২০২১ সালে ১০৩ বছর বয়সী এক বৃদ্ধাকে ভুলক্রমে করোনা টিকার চতুর্থ ডোজ প্রয়োগ করা হয়। এর বাইরে অন্তত ১১১ জন রোগী এবং একটি ক্লিনিকের ৬ স্টাফকে করোনা টিকার পরিমিত মাত্রার চেয়ে কম ডোজ দেওয়া হয়।

সূত্র: ইয়াহু নিউজ

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি