গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু, ভারতীয় ওষুধ নিয়ে সতর্কবার্তা
প্রকাশিত : ১১:২৮, ৬ অক্টোবর ২০২২
গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যুর ঘটনায় ভারতের একটি ওষুধ কোম্পানির তৈরি সিরাপের সংশ্লেষ থাকতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ কথা জানিয়েছে।
মেডেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের ভারতীয় ওই কোম্পানিকে নিয়ে ঘটনার তদন্তও হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার তেদরোস আধানোম গেব্রেয়াসুস।
বুধবার রয়টার্স খবরে বলা হয়েছে, স্থানীয়ভাবে গাম্বিয়ায় বিক্রি করা মেডেন ফার্মাসিউটিক্যালসের কাশি ও ঠান্ডার দূষিত প্যারাসিটামল সিরাপ সেবনের তিন থেকে পাঁচ দিন পর কয়েকটি শিশু কিডনি জটিলতায় পড়ে। গত আগস্টে ২৮ শিশুর মৃত্যু হয়। বুধবার (৫ অক্টোবর) ডব্লিউএইচও জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে।
মেডেন ফার্মাসিউটিক্যালস ভারতীয় কারখানাগুলোতে ওষুধ উৎপাদন করে। কোম্পানিটি স্থানীয়ভাবে ওষুধ বিক্রির পাশাপাশি এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোতে রফতানি করে।
এ ঘটনার পর মেডেন ফার্মার পণ্য বাজার থেকে সরাতে সংশ্লিষ্ট দেশকে একটি চিকিৎসা পণ্যসংক্রান্ত সতর্কতাও জারি করেছে ডব্লিউএইচও। এ সতর্কতা জারির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মেডেন ফার্মা। ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
ডব্লিউএইচও বলছে, প্রোমেথাজিন ওরাল সলিউশন, কফেক্সমালিন বেবি কফ সিরাপ, মেকফ বেবি কফ সিরাপ এবং ম্যাগ্রিপ এন কোল্ড সিরাপ-এই চার পণ্যের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। এতে বেশি মাত্রার ডাইথাইলিন গ্লাইকোল ও ইথিলিন গ্লাইকোল রয়েছে, যা খেলে বিষক্রিয়া হতে পারে।
এএইচএস
আরও পড়ুন