ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কোভিড আক্রান্ত কারাবন্দি জুলিয়ান অ্যাসাঞ্জ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ১১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন কারাবন্দি উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

সোমবার (১০ অক্টোবর) এই তথ্য জানিয়েছেন তার স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ। প্রেস অ্যাসোসিয়েশন নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর দিয়েছে সিবিএস নিউজ।

অ্যাসাঞ্জ বর্তমানে যুক্তরাজ্যের কারাগারে বন্দি রয়েছেন। তার স্ত্রী স্টেলা বলেছেন, ‘গত সপ্তাহেই অ্যাসাঞ্জ অসুস্থ বোধ করছিলেন। কিন্তু শুক্রবার (৭ অক্টোবর) আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। সেই সঙ্গে জ্বর ও কাশি শুরু হয়। তাকে ওষুধ দেওয়া হয়েছে। শনিবার (৮ অক্টোবর) তার করোনা ধরা পড়ে।’

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ না করার দাবিতে শনিবারই লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সামনে দীর্ঘ মানববন্ধন আয়োজন করা হয়। এ মানববন্ধনে অংশ নেন হাজার হাজার অ্যাসাঞ্জ সমর্থক ও অধিকার কর্মীরা।

রয়টার্স জানায়, এদিন অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ ছাড়াও এ মানববন্ধনে যোগ দেন যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন ও অধিকার কর্মী নাজনিন জাঘারির মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ।

৫১ বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ ২০১৯ সাল থেকে উচ্চ-নিরাপত্তা কারাগারে বন্দী রয়েছেন।

স্টেলা অ্যাসাঞ্জ বলেন, তিনি তার স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন। আগামী কয়েক দিন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি