ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠান আগামী বছরের ৬ মে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ১২ অক্টোবর ২০২২

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ৬ মে। আর রাজা হিসেবে তার রাজত্ব আনুষ্ঠানিকভাবে শুরু হবে একই বছরের জুনে।

এক বিবৃতিতে বাকিংহাম প্যালেসের কর্মকর্তারা জানান, অভিষেক অনুষ্ঠানটি লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে করা হবে। অনুষ্ঠান পরিচালনা করবেন আর্চবিশপ অব ক্যান্টারবারি। 

এদিন আর্চবিশপ রাজা তৃতীয় চার্লসকে সোনার মুকুট পরিয়ে দেবেন। 

পরে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে রাজা নতুন দায়িত্বের প্রতীক হিসেবে রাজদণ্ড গ্রহণ করবেন। 

বলা হচ্ছে, অন্যান্য বারের তুলনায় আধুনিক ধাঁচে করা হবে এবারের অভিষেক অনুষ্ঠান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি