ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ১৫ অক্টোবর ২০২২

পশ্চিম তীরের জেনিন শহরে শুক্রবার ইসরাইলী বাহিনীর হামলায় এক ডাক্তারসহ দুই ফিলিস্তিনী নিহত হয়েছেন। 

এর কয়েকঘন্টা পরেই পশ্চিম তীরের ইহুদি বসতিতে গুলি চালানোর অভিযোগে ফিলিস্তিনী এক তরুণকে হত্যা করে ইসরাইলী বাহিনী।

এক সেনা মুখপাত্র এ খবর জানান।

প্রথম ঘটনার পর মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ডাক্তার আবদুল্লাহ আল আহমাদ মাথায় ইসরাইলি সৈন্যের বুলেটের আঘাতে মারা যান। এছাড়া নগরীর শরণার্থী শিবিরে মতিন নামের একজন ইসরাইলী অভিযানে নিহত হয়েছে, আহত হয়েছে আরো পাঁচজন।

মন্ত্রণালয় আরো বলছে, শিবিরের কাছে সরকারি হাসপাতালের সামনে আহমাদ নামের অপর একজন ইসরাইলী হামলায় প্রাণ হারিয়েছে।

ফাত্তাহ মুভমেন্টের সশস্ত্র শাখা বলছে, আহমাদ তাদের কমান্ডার ছিল। ইসরাইলী বাহিনীর সাথে সশস্ত্র সংঘর্ষে তিনি প্রাণ হারান।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি