ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

পানশালায় ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ১৬ অক্টোবর ২০২২ | আপডেট: ১৪:৩১, ১৬ অক্টোবর ২০২২

মেক্সিকোয় একটি পানশালায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। 

শনিবার সন্ধ্যায় দেশটির ইরাপুয়াতোর পানশালায় (বার) গুলি চালালে ছয় নারী ও ছয় পুরুষ নিহত হন। রাজ্যটিতে এক মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটলো। খবর রয়টার্সে’র

শহরের প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। হামলাকারীদের এখনও আটক করা সম্ভব না হলেও তাদের ধরতে অভিযান চলছে।

কী কারণে এতগুলো মানুষকে গুলি করে হত্যা করলো তার কারণ তাৎক্ষণিকভাবে বের করা যায়নি।

গুয়ানাজুয়াতো রাজ্যে সাম্প্রতিক বছরগুলোতে মাদককারবারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা বেড়েছে। গত ২১ সেপ্টেম্বর একই রাজ্যের তারিমোরো শহরের এক পানশালায় হামলায় ১০ জন নিহত হন।

মেক্সিকোয় রেকর্ড মাত্রার গ্যাং সহিংসতা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ২০১৮ সালে ক্ষমতায় বসেছিলেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ। তার প্রশাসনকে এখনও মাদককারবারিদের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হচ্ছে।

এমএম/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি