ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কংগ্রেসের সভাপতি নির্বাচন, নেই গান্ধী পরিবারের কেউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ১৭ অক্টোবর ২০২২

ভারতের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি নির্বাচন আজ সোমবার। ২৪ বছরেরও বেশি সময় পর গান্ধী পরিবারের বাইরের একজন নেতৃত্বে আসছেন ১৩৭ বছরের পুরনো দলটির।

সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করবেন প্রদেশ কংগ্রেস কমিটি (পিসিসি)র প্রায় নয় হাজার ভোটার।

কংগ্রেসের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মল্লিকার্জুন খাড়গে ও শশী থারু।

দীর্ঘ সময় পর কংগ্রেসের সভাপতি নির্বাচনে নেই গান্ধী পরিবারের কোনো সদস্য। দিল্লীতে না থাকলেও সভাপতি নির্বাচনে ভোট দেবেন রাহুল গান্ধী। কর্ণাটকের বেল্লারিতে একটি অস্থায়ী পোলিং বুথে ভোট দেবেন তিনি। 

দলের বর্তমান অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী ভোট দেবেন দিল্লীর আকবর রোডের সদর দপ্তরেও। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংও সেখানেই ভোট দেবেন। 

এদিকে, গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে খাড়গেকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ করছেন তার প্রতিদ্বন্দ্বী শশী থারুর। স্বাভাবিকভাবেই সভাপতি নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি