ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা: ছয় শতাধিক মানুষ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ১৭ অক্টোবর ২০২২

ভয়াবহ বন্যায় পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ছয় শতাধিক মানুষ নিহত হয়েছেন। এতে অন্তত ১৩ লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে এবং দুই লাখের বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

দেশটিতে মাঝে মাঝেই বন্যা হয়, তবে এবারের বন্যার মাত্রা অনেক বেশি। ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, নভেম্বরের শেষ নাগাদ এ বন্যা থাকতে পারে।

২০ কোটির বেশি মানুষের দেশ নাইজেরিয়ার ৩৬টি প্রদেশের ২৭টিই এবারের বন্যায় আক্রান্ত হয়েছে।

বন্যার জন্য ভারী বর্ষণ আর জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছে সরকার। তবে বিশেষজ্ঞেরা জানিয়েছেন, পরিকল্পনার অভাব এবং অপরিকল্পিত অবকাঠামো ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়ে দিয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি