ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ডি ওয়াই চন্দ্রচূড় ভারতের ৫০তম প্রধান বিচারপতি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ১৮ অক্টোবর ২০২২

ভারতের ৫০তম প্রধান বিচারপতি হচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড়। আগামী ৯ নভেম্বর (বুধবার) তিনি শপথ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে (ডি ওয়াই চন্দ্রচূড়) নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। 

আগামী ৮ নভেম্বর অবসরে যাচ্ছেন ৬৫ বছর বয়সী বর্তমান প্রধান বিচারপতি ইউ ইউ ললিত। গত ১১ অক্টোবর তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে চন্দ্রচূড়ের নাম সুপারিশ করেছিলেন। সুপ্রিম কোর্টে ইউ ইউ ললিতের পর চন্দ্রচূড় অন্যতম জ্যেষ্ঠ বিচারপতি। 

এক টুইটে রিজিজু জানান, ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে, রাষ্ট্রপতি ড. বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারক, সুপ্রিম কোর্টকে ৯ নভেম্বর, ২২ তারিখ থেকে ভারতের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছেন।

জানা গেছে, বিচারপতি হিসেবে ২০১৬ সালের মে মাসে যোগ দেন চন্দ্রচূড়। তার আগে তিনি ছিলেন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি। ২০০০ সাল থেকে ২০১৩ পর্যন্ত তিনি ছিলেন বম্বে হাইকোর্টের বিচারপতি। ১৯৯৮ সাল থেকে ২০০০ পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল। ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত তিনি প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন।

ডি ওয়াই চন্দ্রচূড় দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক শেষে করে আইনে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি লাভ করেন হার্ভাড ল স্কুল থেকে। বিচারপতি চন্দ্রচূড়ের কিছু গুরুত্বপূর্ণ রায়ের মধ্যে রয়েছে ভারতের সংবিধান, তুলনামূলক সাংবিধানিক আইন, হিউম্যান রাইটস, জেন্ডার জাস্টিস, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, ক্রিমিনাল আইন এবং কমার্শিয়াল আইন সংক্রান্ত মামলা।

চলতি বছরের আগস্ট মাসে দেশের ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত। 
সূত্র: জিনিউজ, জি২৪ ঘণ্টা
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি