ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

মিয়ানমারে কারাগারে বোমা বিস্ফোরণে নিহত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ১৯ অক্টোবর ২০২২

মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে অবস্থিত দেশটির ইনসেইন কারাগারে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার সকালে (১৯ অক্টোবর) কারাগারের প্রবেশপথে দুটি পার্সেল বোমা বিস্ফোরণে তিন কারাকর্মী ও পাঁচ দর্শনার্থী নিহত হয়। খবর বিবিসির।

ইনসেইন কারাগার দেশটির বৃহত্তম কারাগার যেখানে প্রায় ১০ হাজার বন্দী রয়েছে। এর মধ্যে অধিকাংশই রাজনৈতিক বন্দি।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই কারাগারে হামলার দায় স্বীকার করেনি। হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

কারাগারের ডাক ঘরে কয়েক দফা বোমা বিস্ফোরণ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো কারাগারে সামরিক সদস্য মোতায়েন করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, শতাব্দীর প্রাচীন এই কারাগারটি কঠোর অবস্থা এবং বন্দীদের সঙ্গে অমানবিক আচরণের জন্য কুখ্যাত।

বর্তমানে মিয়ানমার শাসন করছে সামরিক জান্তা সরকার। গত বছরের ফেব্রুয়ারিতে সহিংস অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। তারপর থেকেই দেশটির পরিস্থিতি খারাপ হতে শুরু করে। সাধারণ মানুষ জান্তা সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি